Wellcome to National Portal

উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, হাকিমপুর, দিনাজপুরের ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

কৃষি বিষয়ক সেবার তালিকা

কৃষি বিষয়ক সেবার তালিকাঃ

১. সকল শ্রেণির কৃষক/উদ্যোক্তাগণকে কৃষি বিষয়ক পরামর্শ প্রদান।

২. প্রকল্প/রাজস্ব কার্যক্রমের আওতায় প্রযুক্তিভিত্তিক প্রদর্শনী স্থাপন।

৩. কৃষি উৎপাদন পরিকল্পণা প্রণয়ন।

৪. প্রকল্প ভিত্তিক কৃষক প্রশিক্ষণ প্রদান ও কৃষকদের সচতেনতা বৃদ্ধিকরণ।

৫. ফসল উৎপাদন পরিকল্পণা প্রণয়ন।

৬. উন্নয়ন সহায়তার মাধ্যমে কৃষি যন্ত্রপাতি বিতরণ।

৭. উদ্যান নার্সারী রেজিস্ট্রেশন।

৮. বালাইনাশক রেজিস্ট্রেশন, ডিলার নিবন্ধন ও নবায়ন।

৯. সার ডিলারশীপ নবায়ন।

১০. অনলাইন সার সুপারিশ প্রদান।

১১. কৃষি প্রণোদনা ও পূণর্বাসন কার্যক্রম বাস্তবায়।

১২. এ্যাপস এবং মোবাইলের মাধ্যমে কৃষি সেবা প্রদান।

১৩.কৃষি আবহাওয়া ও আগাম সতকীকরণ এবং পূর্বাভাস প্রদান।

১৪.কৃষি বিষয়ক উৎপাদন প্রযুক্তি, সার ও সেচ ব্যবস্থাপণা।

১৫কৃষি জমির মাটি পরীক্ষা ও সার সুপারিশ।

১৬. ফসলের ক্ষতিকর রোগ পোকা সনাক্তকরণ ও সমাধান।

১৭. ভেজাল সার, বালাইনাশক ও পিজিআর বাজার মনিটরিং এবং মান নিয়ন্ত্রণ।

১৮.দেশি বিদেশি ফলের উন্নত জাতের মানসম্পন্ন চারা কলম উৎপাদন ও বিতরণ।

১৯. সরকারি ধান, চাল, গম ও আলু সংগ্রহে সহায়তা প্রদান।

২০. কৃষি পণ্য আমদানি ও রপ্তানিতে সংগনিরোধ কার্যক্রম পরিচালনা করা।

২১. কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন (ডিপ্লোমা কৃষিবিদ)।

২২.বাজার সংযোগ স্থাপন (মার্কেট লিংকেজ)।

২৩. প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও ফসলহানির প্রতিবেদন।

২৪. শস্য কর্তন ও ফলন নিরুপনে পরিসংখ্যান বিভাগের সাথে সমন্বয় সাধন।

২৫. গবেষণাগার ও আন্ত:মন্ত্রণালয় সংস্থার সাথে সমন্বয় সাধন।

২৬. বিভাগীয় কার্যক্রমের প্রতিবেদন তৈরি ও প্রেরণ।

কৃষি প্রযুক্তি

কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষির আধুনিকায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বর্তমানে যে সকল কৃষি প্রযুক্তি মাঠে ব্যবহ্নত হচ্ছে-

অ) ভাসমান বেডে সবজি চাষ।

আ) গ্রীস্মকালিন পেঁয়াজ/তরমুজ/টমেটো চাষ।

ই) ধানের সঠিক বয়সের চারা রোপন।

ঈ) ধানের সমলয় চাষ পদ্ধতি।

) ক্ষতিকর পোকা দমনেঃ

১. সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার।

২. স্টিকি ইয়োলা কার্ড ব্যবহার।

৩. জৈব বালাইনাশক।

৪.ট্রাইকোডার্মা।

) সার প্রয়োগঃ

১. ভার্মি কম্পোষ্ট

২. কুইক কম্পোষ্ট

৩. ট্রাইকো লিচেট

৪. জীবাণু সার

৫. ফলিয়ার স্প্রে

৬. সুষম সার ব্যবহার

) সেচ প্রদান সংক্রান্তঃ

১. এডব্লিউডি পদ্ধতি

২.ফিতা পাইপ

৩. ড্রিপ সেচ

৪. বারিড পাইপ

৫.হাইডোফনিক চাষ

) নতুন জাত সম্প্রসারণঃ

১. উফশী জাত-দানাদার ফসল ফল ও সবজি

২. হাইব্রিড জাত-ধান, ভূট্টা, ফল ও সবজি (কজ্যাপসিকাম, লেটুস, ব্রকোলী)

) পারিবারিক পুষ্টি উন্নয়নঃ

১. বসতবাড়িতে সারা বছর বাগানাকারে সবজি চাষ।

২. বসতবাড়িতে উন্নত জাতের ফলের চারা রোপন, পরিচর্যা ও বছরব্যাপি ফল উৎপাদন।